‘মেরিকার ইন্টারস্টেট হাইওয়েতে লম্বা ড্রাইভ। অনেক চাকাওয়ালা বিরাট ট্রাকটা থার্ড লেন দিয়ে একবার ওভারটেক করে আমাদের গাড়ির সামনে সেকেন্ড লেনে ফিরছে আবার আমার ভগ্নীপতি থার্ড লেন দিয়ে ওভারটেক করে কিছুটা গিয়ে সেকেন্ড লেনে ফিরে আসছে। লম্বা ড্রাইভে ঘুমিয়ে না পড়ার জন্য মনে হয় এই খেলা। বিরাট ট্রাক ড্রাইভার বাচচা মেয়ে, খালাশি লসেশিয়ান, এমনও দেখেছি।
বুদ্ধুরামকে পুর্ব কোলকাতা শীল লেনের বাড়িতে বসিয়ে পার্থ গিয়েছিল মেয়েকে কোচিন থেকে আনতে ফিরে এল শরীরের বিভিন্ন স্থানে রক্তারক্তি। আচমকা বাঁক নিয়ে আগের অটোটা এমন ভরকি দিয়েছে যে মোটরসাইকেল নিয়ে মুখ থুবড়ে পড়েছে। মেয়েটাও অল্পসল্প চোট পেয়েছ।
দেশের আইন যাহোক সব রাস্তার নিজের নিয়ম তৈরি হয়। শক্তি যার নিয়ম তার। সংখ্যাতে অটো ড্রাইভার কোলকাতায় অনেক, নির্দিষ্ট এলাকায় রুট ভাগ থাকায় এলাকার দাদা তারা, তায় যুব ভোট ব্যাঙ্কএর ওপর ভরসা করেন শোষক এবং শাসক দলগুল। মাসহারা তুলতে আসা পুলিশকে চড় তুলতে ভয় পায় না তারা। তাই অটোওলাদের ইচ্ছাই কোল্কাতা রাস্তার নিয়ম।
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Monday, January 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment