শীত এবারে কবে পড়বে? শীত নিয়ে এমন বিলাসী মন্তব্য বুধু কোরে থাকে। তাতক্ষনিক ভুলে থাকে এই দেশে বহু পরিবারের মাথায় কোন ছাদ নেই। হোমলেস গাই ব্লগে ‘মেরিকার গৃহহীন মানুষদের অনেক কথা আছে, গৃহহীন পরিবারের অস্তিত্ব জানা নেই। জাপান ছাড়া এশিয়াতে কোথাও গৃহহীনের ব্লগ সম্ভব কি? অস্থায়ী ছাদ বানিয়ে আরো অনেক পরিবার বসবাস করে। তারাও ব্লগ করেনা। তাদের কথা জানতে কাছে গিয়ে বসা ছাড়া অন্য উপায় কি?
বুধু দুরকম পথে থাকা পাবলিক, পাগল বাদে, দেখেছে। একদল সব রকম আশা আখাঙ্কা ভড়পুর স্বাভাবিক পরিবার। একাধিক পরিবার কাছাকাছি থাকে যাতে ঝড়ঝাপটা সহজে সামাল দেয়া যায়। এরা সাধ্যমতো যে কোন কাজ করতে চায়। অন্যান্য মানুষের মত নানান নিয়ম কানুন মেনে চলে। অন্য দলটি মূলতঃ ভিক্ষা বৃত্তি গ্রহন করে। চাহিদা খুব কম। আশা নেই । অন্য কাজ করার জন্য সচেষ্ট নয় । সবাই যে নেশা করে এমন নয় তবে বেশি নেশাড়ু এই দলে পাওয়া যায়। সাহারা পেতে কিছুটা কাছা কাছি আসে কিন্তু পরিবারে থাকার জিন বা মিম এর অভাব। বুধু প্রথম দলকে ছাদহীন বলে আর পরেরটিকে গৃহহীন।
এই দুটো দলই আবার শিকড় হীন হতেও পাড়ে । শুনলাম প্রায় ৩ কোটি ভারতইয় সপরিবারে ভাড়াটে শ্রমিক হয় ঘর ছেড়ে বছরের অনেকটা সময় শিকড়হীন ছাদহীন জীবন কাটান। যারা একই জায়গায় বারবার ফিরে ফিরে আসে , তাদের কি সেই জায়গাতে নতুন শিকড় --- ?
কোথা থেকে এল??
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Monday, January 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment