বুদ্ধুরাম ফুলএ কাম দেখে। বয়সের দোষ? ফুলের পরে ফল। মাঝে পরাগ মিলন। কাম ছাড়া আর কি ভাবা যায়? কিন্তু যুগ যুগ ধরে পুজায় ব্যভার করছে হিন্দুরা। প্রায় সব মানুষ প্রেমে ফুল ব্যবহার করে, পূজোয় করে কি? পৌত্ত্যলিক পূজোর লোক পৃথিবীতে এখন অনেক কম ভারত ছাড়া।
বেকারত্বের অনেক জ্বালা। উপার্জন থাকে না। নিজের কাছে নিজের ওজন কমে যায়। হয়তো অন্যের কাছেও। ফলে মন দুবলা হয়। মেলামেশায় তার প্রভাব দেখা যায়। নিজের প্রতি বিরক্তি আসে। বেকাররা প্রেমে বিভোর থাকতে পারে কি, সকারদের মত? হীণমন্যতা প্রেমীদের মনে কি প্রভাবে, বুদ্ধুরাম জানে না।
বয়ষ্ক বুধুরাম কয়ক বছরে কর্মহীন হবে। বেকার বুধুর পূজো নেই, প্রেম থাকবেতো? যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, কত বয়স অব্দি নতুন প্রেমের আশা রাখা যায়? বূড়ো বয়সে প্রেমের আফিম জীবনকে সহনীয় করে। মনে হয়।
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela

Bangla fine links
Friday, January 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment