u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Tuesday, April 17, 2007

এলোমেলো ০২৭

বুধুরামের প্রিয় বান্ধবী ক-জ ,

বুধু একটু বিজ্ঞান চেষ্টা করুক, অনুমতি দাও। প্রদীপ বা মোম্বাতি তে সলতে থাকে, আগুনটাকে ধরে রাখে। প্রেম থুড়ি মোম আগুনের আঁচে গলে গলে সলতে বেয়ে আগুনের দিকে ছুটে যায়, বাষ্পিভূত হয় এবং নিজে ব্জলে ওঠে। সলতে বেয়ে গলা মোম যদ্দুর উঠতে পারে সলতেকে পুড়তে দেয় না। মোম সলতেকে আষ্টেপিষ্টে ঘিরে থাকে। মরতে দম তক্‌।

সমাজে সংসারে মানুষ এবং অন্যদের এমন ঘণিষ্ট সম্পর্ক অনেকই দেখা যায়। পুরুষ নারী নির্বিশেষে , কখনো মোম কখনো সলতে। বন্ধু সম্পর্ক এমন হয়ও।

অনেক এলট্রুইজম(altruism) সমাজী জীবের সারভাইবাল এবং বৃদ্ধির জন্য দরকার। এই চারিত্রিক গুণাবলি নাকি জিনাগত। মিমাগতও বটে। বুদ্ধুরাম মনে করে রিচার্ড ডকিন্সের লেখা সেলফিস জিন, (বুধুরামদের চেনার জন্য,) অবশ্য পাঠ্য, কার কোন বয়সে তা বুধু জানে না। তিপ্পান্নে প্রথম পড়ে বুধুর মনে হয়েছে অনেক আগে পড়া উচি ছিলো। বইটা তিরিশ বছর আগেই লেখা হয়ছে।

খুব ভুলভাল না মনে হলে আবার বলতে সুযোগ দিও।

No comments:

Blog Archive

About Me