u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Thursday, July 26, 2007

value-sense and morality

মূল্যবোধ ও নৈতিকতা পরষ্পর নির্ভরশীল, তাইতো? কি ঝামেলা! এসব হাবিজাবি ভাবনাতো বিশ্ববিদ্যালয় গেলে ভাবা যায়, বুদ্ধুতো কখনো যায় নি। বুদ্ধু ভাবে বিশ্ববিদ্যালয় কি হয়? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় পাঠ শেষে কলেজ (মহাবিদ্যালয়) পা দিয়ে ছিটকে গেছে বুধু, টিক্তে পারেনি। বিশ্ববিদ্যালয় কি হয়? বুধুর জানতে ইচ্ছে করে। নালন্দায় কি মহাবিদ্যালয় না বিশ্ববিদ্যালয় ছিল? দুটি কথার মানে একই? বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা , অন্বেষন বা অনুসন্ধান হয়। আদান প্রদান ও চলে। বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা বিশ্ববিদ্যালয় স্তরে হয় থাকে, বলাটা কি ঠিক?

 

এশিয়ার তাবড় পণ্ডিতরা মন করেছেন (অমর্ত্য সেন আছেন, শ্রী কালামও ছটফট করছেন) নালন্দায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনা হোক। কয়কটি এশিয় রাষ্ট্র ইন্ধন জোগাবে ইচ্ছা প্রকাশ করেছে। মেরিকার ডলারতো আছেই। ( উইকিপিডিয়ায় দেখলাম, তক্ষ্যশীলার শেষে নালন্দার সুরু। খিলজি বাবু নালন্দাকে কচুকাটা করছেন তখন অক্সফোর্ড দানা বান্ধছে। দেখা যাচ্ছে অক্সফোর্ডএ ডান্ডাবাজী হওয়াতে কেম্ব্রিজের গঠন সাহায্য করেছিল।  বিশ্ববিদ্যালয় গুল্প কথা।  )  নতুন নালন্দায় কি হবে? মানে অনেক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোয় কি হয়, নয়া নালন্দায় কি হবে?

 

সাধারন মানুষের চাই শুখে থাকার শিক্ষা, পাঠশালা হলেই চলবে। কে বানাবে?

No comments:

Blog Archive

About Me