u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Monday, September 03, 2007

next 60

ইগ্নরেমাসঃ      শ্রী নারায়ন মুর্তির বক্তব্য পড়ছিলাম। গুল্প সুরু করা যাক পরবর্তি ষাট বছর নিয়ে।

ভুলুরামঃ        নয়ন চন্দর Bound Together চিন্তা/মন প্রভাবিত করবে।

বুধুরামঃ         বাধাইটা ভালো। অভিজ্ঞ ও দক্ষ্য জার্নালিস্ট ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতী ইত্যাদি সব একসাথে (বউন্ড টুগেদার) করেছেন নয়ন চন্দ। মানুষ আর তার পৃথিবীকে অধুনা লব্ধ জ্ঞান বিজ্ঞানএর সাহায্যে refreshed view । বইটা বেস্ট সেলার তালিকায় এলো না?

ইঃ              পৃথিবীকে ইস্লামের চোখে দেখা যায় এমন বই কোথা পাই?

বুঃ              ধংসাত্মক communalism এবং communism এর পাশে ধংসাত্মক consumerism কে বসিয়ে পরবর্তি ষাট বছর খুজতে হবে।

ভুঃ             প্রথম শব্দ থেকে আলি কে হটালে পরের শব্দটা হয়। তাই কম্যুনালিস্ট আর কম্যুনিস্টরা ভাবভাবনা প্রায় একই। দুভাই ডিনামাইট বোমা আর একে 47/56 দিয়ে মাস স্কেলে মানুষ মারে। কঞ্জুমারিযম রোগটা আছে ওদেরও।

বুঃ              ভাতৃত্ব বোধ দুজনেরই প্রখর। দুজনেরই বৈদেশীক ভাতৃত্বে মর্য্যাদা বেশি থাকে দেশিয় থেকে।

ইঃ              দেশ বিদেশ সরিয়ে রেখে পৃথিবীতে ফিরে আসি। এই তিনটে ক রোগ নিয়ে আগামী ষাট বছর কেমন কাটবে।

ভুঃ             কঞ্জুমারিযম ভাবিত করে। যে মোমেনটাম নিয়ে ফেলেছে রোধ করতে গেলে উল্টিপাল্টি হতেই পারে।

বুঃ              কিছুতে রোধ করা যাবে না।

ইঃ              হাল ছেড়ো না বন্ধু ---- । কোর্স চেঞ্জ করা সম্ভব? এই আড্ডাটা এগোচ্ছে না। অন্য ভাবে সুরু করা যাবে অন্যদিন।

 

No comments:

Blog Archive

About Me