জীবন জাপন
Livelihood and Life-style জীবিকা ও জীবন শৈলি
পরোপকার, চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনে, ডাক্তারি, শেবা ও শেবিকা, গৃহভৃত্ত, সংস্থাভৃত্ত, অনুসন্ধান, ব্যবসা ও উদ্যোগ, সংবাদ-সংগ্রাহক-দাতা, যানচালক, ভিক্ষাবৃত্তি, মুটেগিরি, দালালি, নেতাগিরি, গুরুগিরি, দোকানি ও ফেরি, মালী, মিস্ত্রীগিরি ও যন্ত্রী(নাপিত আর দর্জিকে মিস্ত্রী বলা যায়?) , বুদ্ধিবৃত্তি, বেশ্যাবৃত্তি ও অন্যান্য আনন্দবর্ধনবৃত্তি, নোংরা পরিষ্কার ইত্যাদি যা হোক সহুরে বুধুর জীবিকা হতে পারতো।
ওপরের জীবিকা গুলিতে যুক্ত মানুষদের জীবন শৈলি বহুরকম। একই মানুষের একাধিক জীবিকা থাক সম্ভব।
এহ বাহ্য, গৃহ পরিচালন-রক্ষণাবেক্ষণ একটা জীবিকা সমতূল ভাবা হচ্ছে। কচিকাচাদের চরীত্র গঠনে দাদু-ঠাকুমাদের অবদান জীবিকা না জীবন শৈলি?
বুধুরাম নতুন দাদু হলেন।
No comments:
Post a Comment