u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Wednesday, August 27, 2008

রোজনামচা - ১০-৫-২০০৮

সফলতার চূড়ায় সবাই একা। ভীষণ একা লাগলে মনে করা ভুল যে এটা সফলতার লক্ষণ। সাধারন মানুষ বুদ্ধুরাম সফলতার মানে কি করে দেখা যাক।

গাছ পুঁতিলেন, আম গাছটিতে পাঁচ বৎসরে একটি আম পাকিলো, বূদ্ধুরাম ভক্ষণ করিলেন, (সবই কল্পনায়) সুমিষ্ট সুগন্ধি সুস্বাদু। এমত পাগলপনা প্রচেষ্টা ফলবান হইল। এক্ষনে তিনি এক গ্রামে গিয়া কিছু সুস্বাদু আম ক্রয় করিলেন এবং চুপিচুপি ঘরে আনিলেন। বন্ধুবর্গকে ডাকিয়া সদলবলে ঐ গৃহপালিত গাছের আম আস্বাদন করিলেন। ধন্যধন্য করিলেন বান্ধবীরা। গর্বে বুক ভড়িল। ভাবুন! সফলতার চূড়ায় তিনি একা। ঐ গাছে মাত্র একটি ফল এ কথা গোপন তৎথ্য, কাহাকেও বনা চলিবে না।

No comments:

Blog Archive

About Me