u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Sunday, August 31, 2008
রোজনামচা - ১৪-৫-১৪১৫
বিচালি কেলোর অন্যতম চরীত্র আলু বাবু আজ কেন্দ্রে কেবিনেট মন্ত্রী। তিনি রেল চালিয়ে দৈত্য থেকে দেবতা হলেন। রেল মন্ত্রক ছেড়ে এসে সিঙ্গুরের কাদা মেখে মমতা গান্ধী মুগ্ধবাবুকে মহান করছেন। ছিপিএম গ্রেস মার্কে বিরোধি দলের সুবিধা দেছে ছিন্নমূলকে। মমতা গান্ধী আর তাঁর ছিন্নমূলকে ছিপিমের বড় দরকার। পচ্চিমবঙ্গের ছিপিমের অন্তঃকলহে ছাই চাপা আর কালিমুদ্দিনের ঈমারত অক্ষয় রাখাতে তাঁর অবদান ইতিহাস হবে। যেমন সর্ব-উদয় আন্দোলনের হোতা JPজির মাথায় থুড়ি গাড়ীর মাথায় নেচে খবরের কাগজের প্রথম পাতার ছবিগুলো, ইতিহাস অমূল্য। টাটাবাবুরা দেবতা নন, এই বঙ্গে ব্যবসায় তেনাদের আনাগোনা কুমারী গান্ধীর জম্মের আগে থেকে; টাটাবাবুরা বুদ্ধি কেনেন দলে দলে কোটি কোটি টাকার বা ডলারে। তাঁরা কি বুঝেছিলেন দেড়হাজার কোটিতে ছাতা ফেলে দেবেন গনতান্ত্রিক সংবিধান সন্মত দল? তবে টাটাবাবুরা নিশ্চয় অস্বিকার করবেন না তেনাদের বিশ্বজুড়ে একখানা প্রচার যা হল! উপরে পাওয়া চোদ্দ আনা চেটেপুটে নিন, কম কি? নেনোতো হবেই এখেনে নয় ওখেনে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment