কলেরা কোল্কাতায় প্রায় রেগুলার ভিজিট দিত। ইউরোপে প্লেগ/কালাজর। স্যানিটেসান উন্নতি, পানীয় জলের সরবরাহ বৃদ্ধি, দ্রুত ক্রাইসিস রেসপন্স ইত্যাদি যথেষ্ট সাহায্য করেছে রোগ গুলোকে দূরে রাখতে। ডেঙ্গী, কয়করকম ম্যালেরিয়া এবং এঙ্কেফেলাইটিস বা চিকেনগ্যুনা ইত্যাদি একসাথে কোল্কাতা তথা বাঙ্গালায় ঝাঁপায় পড়েছে। ডায়গনসিস ক্রাইসিস তথা অন্য চিকিৎসা বিভ্রাট না হলে একা কোন অশুখটাই এই একবিংশ শতকে ভয়ের নয়। কি একমত তো? এক্ষনে যথাযত এটি ম্যনেজমেন্ট ক্রাইসিস, সবাইকে মাথায় রাখতে হবে পলিটিক্স করার বিষয় নয়, প্লিজ।
প্রধানা সাস্থ্য কর্মচারিনী, রাজ্য সাস্থ্য বিভাগ, বলেন আক্রান্ত ও মৃতের সব সঙ্খ্যা তথ্য ভুল সুধু তেনারটাই ঠিক। অই মানুষ বর্তমান দুরবস্তার এক প্রধান কারন সহজে অনুমেয়। আরো কিছু তথ্য যা খবরের কাগজ খুটে পাওয়া যায়, যেমন সরকারি/মিউনিসিপ্যালিটি ডায়গনস্টিক সেন্টারে ব্লাড সেম্পল হারিয়ে যাওয়া ইত্যাদি। এগুলি প্রমান করে এই বঙ্গে কর্ম পরিবেশ যা গত দশক গুলিতে ক্রমশঃ হতাহত, পূনর্জীবন চাই। গনতন্ত্র যদি রাস্তা না দেখাতে পারে অগনতান্ত্রিক চাবুক শেষ অস্ত্র। আবার এমার্জেন্সি?
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Tuesday, November 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment