u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Friday, December 12, 2008

বীজ

নত হই তোমাকে জানতে, পায়ের পাতায় নোখ এবড়োখেবড়ো। ক্ষুরে দন্ডবৎ এমন সপ্ন প্রতিভা! ধম্মে সইবে না।
অমিত, ভজহরি, গজেন্দ্র, বুদ্ধুরাম, হীরালাল, সম্পা, চন্দ্রিকা, বুলু, জলি। এক যৌথ সংসার। এক দোদ্দর্ন্ড পুরুষের এক হারেম বউ অতীত বতর্মান ভবিষ্যৎ। ভারত অঞ্চলে অনেক ভাইএর এক বউ অর্থাৎ মহাভারতের দ্রৌপদী দু এক পিস এখনো মনে হয় খুজে পাওয়া যায় কয়কটি জনপদে। তত্ব বিশ্বাসী মানুষের কম্যুন এখনো বিরাজমান। যৌথ সংসার বুধুর দিবাসপ্ন মাত্র। সর্ব সাধারন বুধুর সপ্ন সত্যি হয় না, ব্লগ হয়।
ভজু, গজু, হীরু, সম্পা, জলি এক পাড়ার সমবয়স্ক। অনেক হুটোপাঠি হুজ্জতি করে বড় হয়েছে। জলি আর গজু ডাকাবুকো, হীরুটা ফিচেল রসিক। বুদ্ধুরাম রামবুদ্ধু, জানে কম ভাবে বেশি। অমিত, চন্দ্রিকা আর সম্পা বুদ্ধি ও জ্ঞানে সুপার। বুলুটা আর্টিস্ট মানুষ, যেমন হয়। ছেলে মেয়ে, ডাকনাম নন্টু ফন্টু ঝন্টু, ঘটি বাটি চটি, আর একটি দু মাসে ল্যান্ড করবে। বুদ্ধু বাজার সরকার, সম্পা ফেমিলি গার্জেন। ভজহরি, ব্যবসার কাজের পর, পাড়ার ক্লাবটার পরিচালনার দায় নিয়েছে। ক্লাবের মাধ্যমে অনেক জনহীতকর কাজে ব্যস্ত সে।
ওরা উপার্জনের রাস্তা খূঁজতে খুঁজতে ব্যবসা ধরেছে, কেউ কেউ কিছুদিন চাকরিও করেছিল, করতে হয়েছিল। বই ছাপার ব্যবসা প্রধান কর্ম। বুদ্ধু ব্যবসায় দড় তাই ব্যাক অফিসের কাজ কর্ম করে। এখন ব্যবসায় যথেষ্ট প্রথিষ্ঠা এসেছে। কঠিন সময় পার করে সচ্ছলতা এসেছে পরিবারে। পারিবারিক সাফল্যের কারন, সময় পেলেই, খোঁজে বুদ্ধুরাম।
গল্পের গরুকে গাছে তুলতে কেউ সাথ দিলে বেশ হয়।

No comments:

Blog Archive

About Me