u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Monday, June 15, 2009

ত্রান নাই

জেগেও নয় ঘুমেও নয়। এমন অবস্থায় আছি। বুদ্ধিটা যদি কিছুক্ষণের জন্য জেগে ওঠে, অনেক অবোধ্যকে বোধে আনা যাবে। এই অলীক কল্পনা কেন? অনেক অবোধ্যকে বোধে এনে কি কাম? তোমার বা জগতে কার কাজে লাগে? এটা কি লজেঞ্চুসের সুখ ভোগ?

বিজ্ঞান মনস্কতা কি বিজ্ঞান সম্মত সম্ভবনা। আঙুলের ফাঁক দে ভাবনা গুলো পালায় যায়। ব্লগে আনা যাচ্ছে না। বুদ্ধি জাগলেও অনেক অবোধ্য থাকবে। বিজ্ঞান মনস্কতা খুব কাজের এমন ভাবনাও মনে হয় বেঠিক। নিত্যদিন সব্বসময় বিশ্বাস সাথ দেয়।

বানভাসীকে ত্রান দেয়া নিয়ে কত হইচই, প্রেমে ভাসলে ত্রান দেবে কে? ভুল বলেছি। প্রেমের প্লাবনে মানুষ ডোবে; ত্রান নয় পরিত্রান চাই। বুদ্ধুরাম ভাবে যাদের বুদ্ধি খুব সজাগ তারা নিশ্চয় প্রেমে ডুবে নি। অথবা ডুব দে ভুস করে ভেসে উঠে; তারা বুদ্ধুরামের মত ভড়াডুবী বুদ্ধিহীন নয়। 


No comments:

Blog Archive

About Me