ন্যায় আর নীতি
ন্যায়ের অনেক ব্যাবহার, তাই অনেক মানে। কিন্তু বন্ধু নীতি পাশে থাকলে ন্যায়ের মানে কি? কথায় বলে ন্যায়নীতি। রীতিনীতি, নীতি নির্ধারন, নীতি প্রনয়ন, নীতি বাগীশ। ন্যায় বিচার, নব্যন্যায়, ন্যায়রত্ন, ন্যৈয়াইক।
ভোগে যাই।
ভোগের সামগ্রী (product and services) তৈরি করতে শক্তি চাই আর শক্তি তৈরি হয় সহজে ফসিল জ্বালানি থেকে। অর্থাৎ কার্বন জ্বেলে গ্রীন হাউস গ্যাস ছেড়ে। ভুলভাল লোকেরা বেশি গ্রীন হাউস গ্যাস ছাড়ে; ভালো লোকেরা কম কম গ্যাস ছাড়ে। ভালোরা বাহবা পায় অর্থাৎ কার্বন ক্রেডিট পায় আর তা বিক্রয় যোগ্য। নগদ কড়ি ফেলে তা কেনে ভুলভালেরা নয়তো ফাইন দেয়। ভালোরা জঙ্গল রাখলে ক্রেডিট পায়। আরো কি কি ভালো লোকেরা করতে পারে আর তাতে কত ক্রেডিট আসে অভিজিত বলবে।
ছোট বেলায়
পড়া লেখায় মন ছিল না ব্লগ দেখলেই বোঝা যায়। স্কুলএ নিজের ইচ্ছায় যাই কজন? মা বাবার ইচ্ছায়। লেখা পড়া মাথায় ঢুকতো না, আজও না। স্কুলের লেখা পড়া সপ্নেও বিভিষীকা আজ। স্কুল ছাড়ার পরীক্ষার পরে আর স্কুলে যাওয়া হয় নি। সার্টিফিকেট নেয়া হয়নি। বাবারা স্কুলের মাহিনা দেন। তেনাদের চাহিদা ছাত্র যেন ভালো নম্বর পায়, নিদেন পক্ষে পাশটা করে। শিক্ষকরা চাহিদা বুঝে মাস মাহিনার কাজ করেন। ছাত্রের জ্ঞান বা জানার আগ্রহ পরীক্ষায় নম্বর তুলতে ব্যাঘাত ঘটাতে পারে। দোষ কারো নয়গো ...
বূড়ো হলে
বুড়ো কলিগ কচিকে ধমকে দিলেন “সবে ইউনিভার্সিটি থেকে এলে ইঞ্জিনিয়ারের ডিগ্রী নিয়ে। কার্বন ফুটপ্রিন্ট কথাটাই জানো না”। ডিগ্রীহীন বুড়ো কলীগ সুযোগ মত শিক্ষিত কচিদের একটু করকে দেন, এ তো হয়েই থাকে।
বিজ্ঞানমনষ্কতা
এই অসুখটার ভাইরাস সর্বত্র ছড়িয়ে যাবে এমত দুরাশা অবৈজ্ঞানিক।
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Thursday, October 08, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment