আমি জানি না – জানা না বিশ্বাস? বিশ্বাসের সূত্র জানা থাক বা না থাক জানার সূত্র জানা চাই। ব্লগ লিখতে বসে খটকা লাগে যা লিখি তা জানা তো নয়, বিশ্বাস মাত্র। জানি নাইকো সাধন তোমার বলে কারে--- তুমিটাই বিশ্বাস। বাকিটা না জানা। তুমির বিশ্বাসে হিন্দুখৃষ্টান্মুসলমান কত কি সারাদিন করে, বলে। কত মন্দিরমঠ মসজিদ গীর্জা গড়ে। মারামারি হানাহানী থাকবেই, তুমি বা না তুমি, আমি আর আমরা থাকলেই হবে। মেলা, তীর্থ, ধম্মসম্মেলন, শভা, মৌলবী, পাদ্রী, পুরুত, ইত্যাদি ইত্যাদি বিরাট ধাঁচা দাঁড়িয়ে আছে তুমি বিশ্বাসে। অনেক অনেক মানুষের, সংখ্যা জানা নেই, আত্মবিশ্বাসের ভিত তুমি। শভ্যতা হোক বা অশভ্যতা, যেখানেই অবস্থান, as on date, বুধুরাম ইগ্নরেমাস ‘তুমি’র বৃহিৎ দান বা অবদান স্বিকার করে।
ন্যায় নির্ধারনে তুমি নির্ভরতায় আমরা অভ্যস্থ বহু হাজার বছর। ডারউইন সম্প্রদায় আমিকে সৃষ্টির কেন্দ্র থেকে সরিয়েছেন কিছুটা। বুদ্ধু ভাবে মার্ক্স সম্প্রদায় এবং অন্যরা রাজ থেকে তথা জনজীবন থেকে তুমিকে মুছে দিতে বলক্ষেপ করেছেন। রাসিয়াতে তা ষাট বছরেও কার্জকারী হয় নি। চীনের খবর, এখন কার মত মনে হয় সফল নয়। বুদ্ধু, born Hindu, তার ভাবনা-বোধ জগৎ এ তুমি-আমি কে সনাক্ত করনে ব্যস্ত। বিজ্ঞানমনষ্কতা হাতিয়ার।
u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান
khelakhela
Bangla fine links
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment