বুধুরাম ব্লগে যা লিখে সেই সব কথা বলার সঙ্গী পেলে ব্লগামো কি বন্ধ হবে? বাঙ্গালীর আলোচানা, ওরেব্বাবা, প্রিয় ঝাড়খন্ডী রসিক বন্ধু বলেন আলুচানা। পূর্ব ভারতীয় অঞ্চলে আবেগ ছোটে বুদ্ধির অনেক অনেক আগে। বুধুর পরিচিত আড্ডায় আওয়াজ প্রচুর বর্ষে সামান্য, ক্ষরাই ক্ষরা। বুধুর দৌর বাড়ির রোয়ক, চায়ের দোকান, আধাসরকারি কাজের জায়গা বা বন্ধুর বসার ঘর। কোলকাতার কফি হাউসে বা সমতূল বুদ্ধিদীপ্ত স্থানের আড্ডার কোন প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই বুধুর। তাই ভূতের সঙ্গে টক, ব্লগামো।
জীবিকা - পরিবেশ - মানুষ - জীবোদ্ভিদ - জিন - মিম । বর্তমানে, খুদ্র মন আর বুদ্ধিতে এই বিষয় গুলি ঘোরাফেরা করে। “ প্রজ্ঞা প্রবাহ” সংকলনের লেখক প্রয়াত শীতাংশু চট্টোপাধ্যায়। সংকালক বন্ধুবর্গ প্রকাশ্যে অরুপ অরুণ। আগে শ্রী শীতাংশুর লেখার অন্য দুটি সংকলন বন্ধুরা ছাপিয়েছেন। এই বই গুলি অনেকের হাতেই পৌছনো সম্ভব না। প্রচার প্রচেষ্টা সামান্য। তাছাড়া রেসনালিস্টের বংশ লুপ্তপ্রায়। ব্লগ হলে বলা যেতো ওদিকটা চলেন লিঙ্ক ধরে। শিল্প সাহিত্য ও সমাজ, ধর্ম ও জীবন দর্শন, রাজনীতি অর্থনীতি সমাজ ও সভ্যতা; তিন অধ্যায়ের বইটিতে অনেক ছোট রচনা সংকলিত। জড়তা - আধ্যত্বিকতা, ভবিষ্যৎ - অতীত, মানুষ যা কিছু ভাবতে পারে এমন সব নিয়ে ভাবনা চিন্তার মোটামুটি তিনটি বই। শ্রী শীতাংশুর পড়ালেখার এক শতাংশ দখল থাকলে বুধু ভূরিভূরি ব্লগ ছাপিয়ে ফেলতো।
No comments:
Post a Comment