u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Thursday, October 18, 2007

প্রেগ

কাম পড়লেই আকর্ষণ মনে পড়ে। বিকর্ষণ বা অনাকর্ষণ ভুলে যাই। এটা ঠিক না।

আত্মীয়তা, কুটুম্বিতে, বন্ধুত্ব ইত্যাদি সম্পর্ক। কামতো আছেই প্রেমও সম্ভব। স্বামী স্ত্রীতে প্রেম সম্ভব, যদিও বিরলপ্রায়। সাধারনত সম্পর্কটি অভ্যাস মাত্র। ভালবাসা আর প্রেমে বিস্তর ফারাক। প্রেম আর পূজা মোটামুটি একই; একতর্ফা। দেওয়া নেওয়া, তূল্যমূল্য না হলেও, ভালবাসা, একটি ক্রিয়া, দুতর্ফা। যদি দুতর্ফা প্রেম চোখে পড়ে, ডাক্তারের সঙ্গে এপয়নমেন্ট করতে হবে। ভাল খাবারের জন্য খিদে তৈরি করতে হয়। কামের জন্য শরীর আর মন। ভালবাসাতে বুদ্ধি ও চেষ্টা ছাড়া আর কি লাগে?

কয়কবার কয়করকম প্রেমে পড়েছে বুধু। অসুখে পড়ার মত; পাগলামি অসুখ। প্রেম অসুখ নিরাময় হলে শূন্য শুন্য লাগে; আবার অসুখ ধরার সম্ভবনা হয়। তাই সারাতে নেই। একটা অসুখ নিয়ে যতদিন কাটানো যায়, নতুন অসুখে নতুন ঝামেলা। এই যেমন ব্লগ।

No comments:

Blog Archive

About Me