কেউ ভাবেন তিনি দরকারি কথাই বলেন; কথা বলাটাই দরকার কারো। এক সঙ্গে অনেক কথা হলে দরকারি বাজে কথা হয়; কবিতা হয় না। বাজে কবিতা দরকারি হতে পারে।
Boodhooram confuses between cleverness, wisdom এন্ড ইগ্নোরেনস।
কবিতা,গল্প, উপন্যাস ইত্যাদি যারা রচনা করেন তেনারা যা দেখেন সুধু তা লেখেন না। খিস্তি খেউড় প্রচুর ব্যবহারে সাহিত্য রচিত হলে কারো কারো কাছে উচ্চমানের বাস্তববাদী সাহিত্য, কেউ পাতেই নেন না। সাম্যের সপ্ন বিদ্যান, বুদ্ধিহীন, চালাক, জ্ঞানী, সবারই সমান। বারান্দা ছাড়া বাড়ী যারা বানায় কোল্কাতায় তারা আর্কিটেক্ট নয়। বাগান সমেত বাড়ী সপ্নেও আর আসে না। মৃত্যুর হার কমানতে এগ্রগেট দুঃখ কষ্ট বেড়েছে, মাথা পিছু দুঃখের হাল কেমন? গরীবের আর মধ্যবিত্তের অত্যাবশ্যকের লিস্টি এক নয়। তৃতীয় বিশ্বে সাধারনের সামান্য আয় বাড়লে পান্তা ফুরোএ, অর্থাৎ প্রাথমিক চাহিদা গুলোর দাম লাফিয়ে ওঠে। শিক্ষার কারনে উপার্জন বাড়ে; এবং প্রাথমিক শিক্ষা সর্ব্বসাধারনের সুস্থ জীবনের সহায়ক। প্রাথমিক শিক্ষা জীবন সুরুর দশ বছরেই শেষ হয় যায়, খুব সম্ভবনা, পরবর্ত্তি জীবনে চর্চ্চা/অব্যবহারে ভুলে যাওয়ার।
সর্ব্বজ্ঞ অসম্ভব শব্দ। বুদ্ধুরামের হতে চায় সর্ব্ব-অজ্ঞ। অসম্ভব/অপর্য্যাপ্ত চাহিদা।
No comments:
Post a Comment