u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Monday, May 05, 2008

রোজনামচা - ২২-১-১৪১৫

আমার থেকে জীবন্ত, এবং বয়সে অনেক বড়, বৃহদাকার ফলবতি বেল গাছটাকে কেটে ফেলতে হল, মেরে ফেলতে হল, বাসস্থানের স্থান সংকুলানের জন্য। পাশের বাড়ীর মহিলা বারান্দায় কাপড় ঝুলতে এসে হয়তো ভাবতেন হ্যাংলা, এক লাইন ব্লগ লিখে চীর সবুজ গাছটা বা তার আশ্রিত পক্ষীকুল, যথা কাক সম্প্রদায়, মন টেনে নিত। হে চারতলা বাড়ীর মহিলা বৃন্দ ৫৫ বৎসরের বালক এই জানালা থেকে, আর আপনাদের বারান্দার দিকে চেয়ে থাকবেনা।

একটু কি নার্ভাস? মা বোনের কাছে যাচ্ছেন। পথ অনেক, বয়সটা অনেক, সময় কাটাতে হবে প্রায় ২২ ঘন্টা। লোকায়ত দর্শন আর ‘The GOD Delusion’ দুটি বই নিয়ে মুখ ঢেকে আছি। মায়ের পৌছানো সংবাদ না পাওয়া অবদি মন অশান্ত ছিল। পৌছানো সংবাদ পেয়েছি।

No comments:

Blog Archive

About Me