বেশ বড়সড় লেখা ফাঁদার চেষ্টা কেন? জীবনটাই তো ঢাউস ধারাবাহিক ঊপন্যাস, পরের সংখ্যায় সমাপ্ত লেখার সুযোগ নেই, এই যা তফাৎ ।
দিবাসপ্নেতো ট্যাক্স নেই। দেখা যাক।
‘পরেরটা শেষ ব্লগ’ লিখে ব্লগ পোস্ট করে হসপিটালে এপয়মেন্ট করতে গেলেন বুধুরাম। টাকা পয়সা জমা ও অন্যান্য ব্যবস্থাদির করে তারিখ ঠিক হল। ‘এই শেষ’ ব্লগ লিখে, নির্দিষ্ট দিনে পরিষ্কার ঝরিষ্কার হয় বন্ধু আত্মীয়দের টাটা করে নির্দিষ্ট সময় ঐ হসপিটালে, আপাত নিরোগ অবস্তায়। ছোট ঠাট্ট মস্করার পর হাল্কা চালে, পোশাক পালটে, টাবিলে চিৎ হলেন। জীবনে প্রথম অপরেশন থেটার দেখলেন বুধু। অনেকটাই অচেনা অজানা, দু একটা প্রস্ন না করে থাকা যায়? একজন ডাক্তার ধৈর্য ধরে উত্তর দিলেন। তারপর এনাস্থেসিস্টের হত ধরে গভীর ঘুমের রাজ্যে। কথা আছে শরীরের সব দরকারি ব্যাভার যোগ্য যন্তরপাতি খুলে নেওয়ার। ঘুম আর ভাঙ্গানো যাবেনা, নন রিটার্ন জোনে পৌঁছে দেয়া হবে।
No comments:
Post a Comment