u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Monday, July 14, 2008

বিজ্ঞান শেষ

অবিজ্ঞান বার্তা আলাদা ব্লগ রাখার কোন মানে হয় না; বিজ্ঞান অবিজ্ঞান কিছুই বুদ্ধুরামের বিদ্যেয় কুলোয় না। ওখানের সর্বপাপ এখেনে নে এসে ওটা মুছে দিক বুধু।

অবিজ্ঞান বার্তা

Monday, June 30, 2008

বিজ্ঞান?


কতটুকু বিজ্ঞান? যুবক-যুবতী বাবামা চান তেনাদের ছেলে মে অসাধারন হবেইএই চাহিদা কি চীরকালীন? আমাদের আশা আকাঙ্খা আকাশ চুম্বি বৃদ্ধি কোন অসুখ? বৃদ্ধ বাবামা একাকীত্বের হতাশা প্রায় সর্বক্ষনের সঙ্গী, ছেলেমে মেরিকায় কি বাঙ্গালেরুতে অমুক হয়েছে, বলতে গর্বে বুক ভাসেএর আগেও ব্যাঙ্কের সূদ ১২% ছুঁয়েছিল ঘর গেলো গাড়ী গেলো হাহাকার ওঠে নি২০ বছর পরে যা উপার্জন করবে আজ তা খরচ করতে হবে মধ্যবিত্ত্যকে এ মন্ত্রনা কে দিল?

বুধুরামের ব্লগএ এই আবর্জনা কে পরিষ্কার করবে?

Boodhooram Ignoramus0 comments

Tuesday, May 20, 2008

চ্যালেঞ্জ

উন্নয়ন - পরিবেশদুষন , প্রথমটা চাইলে পরেরটা ফ্রি (প্রায় অবশ্যম্ভাবী)এই শতাব্দীর চ্যালেঞ্জ পরেরটাকে কম রেখে প্রথমটাকে চাইচীন গরীব সংখ্যা দ্রুত কমিয়ে ফেলছেফ্যাক্টারি অনেক হচ্ছে ঈমারত হচ্ছেমধ্যবিত্ত বাড়ছে মোট ভোগ বাড়ছেপরিবেশ দুষণের উপর নজর দারি কম ছিল, জলে বাতাসে মানুষের মনে দূষণ বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছেভারত মহাদেশে ও চীনের চ্যলেঞ্জ সুধু গরীবি হটানো নয়, পরিবেশকে দরীদ্র না করে গরীবি হটানো নতুনতরো চ্যালেঞ্জ দুই দেশের বিদ্যা বুদ্ধির ঐতিহ্য বিদিত মানুষ আশা রাখতে পারে এ লড়াই জেতার লড়াইলড়াই প্রথম ধাপ, চেতনা - এ লড়াই আমার লড়াই প্রায় ধর্ম যুদ্ধ, নিজের সঙ্গে সবাইকে নিয়ে

বেঁচে ছিলাম কেন এই উত্তর জানার আগেই মরে যাব--- আরিফ

এখনকার মতো দি সেলফিস জিন পড়ে ফেলুন, মড়/রার আগে কিছুটা জানা হয়ে যাবেবুধুরাম তার জন্মের কারনটা পেয়েছে মনে হয় এই বইটিতে

Boodhooram Ignoramus0 comments

Friday, May 16, 2008

ভুল ১

বার্তা নয় বার্ত্তা

Boodhooram Ignoramus0 comments

Tuesday, May 6, 2008

জি-লো

খুবই ক্ষুব্দ হয়ছিলেন বুদ্ধুরাম রিচার্ড ডকিন্সের দি সেলফিস জিন পড়েকারন এই বইটির খবর এত পড়ে পেলেন! মা বলেন বুদ্ধুরামের যা বুদ্ধির বহর আগে পেলে ঘটে কিছু যেতো কি? তা বটেএখনই বা কতটা গেল তার হিসেব কে রাখে? তবে সহজে বলা যায়, আজ তিনি যেথায় আছেন অর্থাৎ মতামতের অবস্থানে, রিচার্ডের হাত ধরে ২৫ বছর আগে পৌছতেনঅর্থাৎ ২৫ বছর আগে হয়তো বুধুরাম হতে চাইতেনএকটুও সম্ভবনা থাকতো

সেলফিস জিন বইটির নতুন সংস্করনে লেখক ৩০ বছরে কি, কোথায়, কেন সংস্কার করলেন সুরুতে এক বিশদ ব্যখ্যা লেখেন, চমৎকারদেবীপ্রসাদ যদি সুযোগ পেতেন পুনমুদ্রন না করে নতুন সংস্করন করতেন, ১৯৫৬ তে তাঁর লোকায়ত দর্শন প্রথম মুদ্রিতগত সপ্তাহে বুধুর তরুন বন্ধু নুতন মুদ্রিত বই টি পড়তে ধার দিলেনবুদ্ধিমান বিদ্বানরা, প্রযুক্তির কারনে, যদি লম্বা যৌবন পান বেশ হয়, এমন মনে হচ্ছে বইটি পড়তে পড়তে

Boodhooram Ignoramus0 comments

Tuesday, April 8, 2008

অবৈ - ২

একটা হাইড্রজেন পরমাণুর আয়তন কত?

একটা হাইড্রজেন অনুর আয়তন কত?

একটি হাইড্রজেন অনুর ব্যাস কি দুইটি পরমানুর ব্যাসের যোগফলের সমান?

পরমানুর সীমানা নির্ধারিত হয় কি ভাবে?

Boodhooram Ignoramus0 comments

Friday, March 14, 2008

প্র-উ

আবেগ সর্বস্ব মানুষ-এর বিজ্ঞানমনস্ক থাকার পদ্ধতি কি?

এই প্রশ্ন - উত্তর অসম্পুর্নহয়তো সম্পুর্ন ভুলবুদ্ধুরামের মাথায় এখন এমনই আছে

১) বিজ্ঞানমনস্ক থাকার প্রথম ধাপ নিজের আবেগকে চেনার চেষ্টাআমি সবজান্তা আবেগীপ্রতিদিন সর্বসমক্ষে বুদ্ধু স্বীকার করে সে যাকিছু জানে (প্রায়) সব ভুলসময় সাপেক্ষে তার এক একটা বিশ্বাস বা জ্ঞানের বিচার করার চেষ্টা হয় কিন্তু অন্য কেউ বোকা বললে হিং লেগে যায়, মনে থাকে না

২) উইকিপিডিয়া আর ইন্টারনেট নিজের অজানার রাজ্যে বিচরনে সাহাজ্য করে

৩) জপতপের মত রোজ কিছু সময় লাগে, নিজের সংস্কার গুলিকে এক এক করে বিচার করা আর পাল্টানোর পদ্ধতি বের করতে

৪) তাৎক্ষণিক/দৈনন্দিন জীবনে বিশ্বাস অত্যন্ত জরুরি হাতীয়ার

ইত্যাদি

Boodhooram Ignoramus0 comments

Saturday, February 23, 2008

অবৈজ্ঞানিক প্রস্ন ০০১

আবেগ সর্বস্ব মানুষ-এর বিজ্ঞানমনস্ক থাকার পদ্ধতি কি?

Boodhooram Ignoramus0 comments

Older Posts

Subscribe to: Posts (Atom)

Tuesday, January 22, 2008

ঢেকি গলায়

তিনি বলেছিলেন পত্রিকায় লেখা দিতে

বিজ্ঞান বার্তা বিজ্ঞান মনস্কতা বাড়াতে সাহায্য করবে এমন আশা মনে হয় ১৬ বছর আগে চেৎলা গন বিজ্ঞান মঞ্চের চেষ্টাএখন একা অনিরুদ্ধ বুঁদি রক্ষা করেনওয়েব পেজে বাংলা লিখে বা এক পাতা বিজ্ঞান লিখে বিজ্ঞান মনস্কতা বাড়ানোর প্রচেষ্টা, কুইক্সটিক হলেও সাধু, বুদ্ধুরাম মানে

মানুষ বিজ্ঞান পড়লে বা বিজ্ঞানীর চাকরি করলেই বিজ্ঞান মনস্ক, নাও হতে পারে জীবনে বিজ্ঞান মনস্কতা জাগিয়ে রাখাটা ভালো?

মৌলবি সাহেবরা বলেন, এক সময় পুরুৎ মশাই বলতেন, টীকা নিও নাটীকা মৃত্যুর হার কমায় জন সংখ্যা বাড়ে, তখন অনাহার/সল্পাহারের অনাচার বৃদ্ধি পায়উৎপাদন বৃদ্ধি করে ভোগ্য বস্তু বাড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপাদন বাড়েমৃত্যু ঈস্বর/আল্লাহর দান, যেমন জন্মোটাও; দুটোর হার কমানো ঠিক নয়ডারউইন বাবুর এভলিউশনে ভাটা পড়বেপাদ্রী, পুরুৎ, মৌলবিদের বিজ্ঞান মনস্ক হতে বাধা নেই, যখন বিজ্ঞান মনস্করা গডাল্লৈস্বরে মতি রাখেন

বুদ্ধুরামের বুদ্ধির বহর দেখে অনিরুদ্ধ স্থম্ভিত হয়ে বলবেন, থাক!

Boodhooram Ignoramus0 comments

Sunday, December 16, 2007

test

বিজ্ঞান বার্তা বার্তা বিজ্ঞান ডার্ক এনার্জি কথাটা নতুন বুধুর কাছে অনিরুদ্ধকে বলছি না এসব নিয়ে সময় খরচ করতে, ওয়য়াইকিপিডিয়াতে লেখা সুরু হয়েছে সর্বসাধারনের জন্যও যে বিষয়ে লিখছে এখন বিজ্ঞান বার্তায় সেটা বাংলাতে লেখা অনেক বেশি প্রয়োজনবার্তা বিজ্ঞান বিষয় কিছু লেখা কি বিজ্ঞান বার্তায় চোখে পড়েছে?

Boodhooram Ignoramus0 comments

Newer Posts Home

Subscribe to: Posts (Atom)

এ ছাড়া কখ ও গঘ দুটো ব্লগে যথেষ্ট বোকা বোকা পোষ্ট আছে। আলসেমি জয় করতে পারলে ওগুলো মুছে দিতে পারবো মনে হয়।

No comments:

Blog Archive

About Me