u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Thursday, October 02, 2008

রোজনামচা ১৫-০৬-১৪১৫

কেবলি স্বপন করেছি রচন
বুদ্ধুরামের দিবাস্বপ্ন। ১
দেহ দানে অঙ্গীকার বদ্ধ, কিন্তুক যদি হাসপাতালে না নেয়, কবর দেয়ার ব্যবস্থা হবে। কোল্কাতায় মুস্লিমখৃষ্টানহিন্দু আলাদা আলাদা কবর স্থান। সায়ন্সসিটি থেকে পার্ক সার্কাস আসার পথে বাম দিকে পড়ে হিন্দু কবরস্থান। দূর থেকে ভাল ব্যপার যেটা চোখে পড়ে কোন সৃতী শৌধ টৌধ নেই, খালি সবুজ ঘাস। যাই যাই করে যাওয়া হচ্ছে না।
দিবাসপ্ন। ২
দেহ দান অঙ্গীকার অনেক হয় কার্জকরি হয় কম।
৬-৩-১৪১৫ সপ্নীল পোস্ট থেকে কাট পেষ্ট -- (‘পরেরটা শেষ ব্লগ’ লিখে ব্লগ পোস্ট করে হসপিটালে এপয়মেন্ট করতে গেলেন বুধুরাম। টাকা পয়সা জমা ও অন্যান্য ব্যবস্থাদির করে তারিখ ঠিক হল। ‘এই শেষ’ ব্লগ লিখে, নির্দিষ্ট দিনে পরিষ্কার ঝরিষ্কার হয় বন্ধু আত্মীয়দের টাটা করে নির্দিষ্ট সময় ঐ হসপিটালে, আপাত নিরোগ অবস্তায়। ছোট ঠাট্ট মস্করার পর হাল্কা চালে, পোশাক পালটে, টাবিলে চিৎ হলেন। জীবনে প্রথম অপরেশন থেটার দেখলেন বুধু। অনেকটাই অচেনা অজানা, দু একটা প্রস্ন না করে থাকা যায়? একজন ডাক্তার ধৈর্য ধরে উত্তর দিলেন। তারপর এনাস্থেসিস্টের হত ধরে গভীর ঘুমের রাজ্যে। কথা আছে শরীরের সব দরকারি ব্যাভার যোগ্য যন্তরপাতি খুলে নেওয়ার। ঘুম আর ভাঙ্গানো যাবেনা, নন রিটার্ন জোনে পৌঁছে দেয়া হবে।)
আর্থিক দূর্বল মানুষকে অঙ্গ প্রতিস্থাপনে সাহায্য করে এমত সংস্থাকে বুধুরামের সঞ্চয় থেকে কিছুটা দেওয়া দরকার।
এপর্য়ন্ত লেখা হলে সপ্ন ভঙ্গ করে দেখি ২০০৩ সেপ্টেম্বর ৪ তারিখে প্রায় একই সপ্ন পোষ্ট করেছে ইগ্নরেমাস ডে আই লিভে বাংলায়। তখন ব্লগ-খেলা ছিল না। এই সপ্ন অনেকদিনের।

No comments:

Blog Archive

About Me