u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Wednesday, January 28, 2009

রোজনামচা ১৪-১০-১৪১৫

ভাঙ্গা গড়া বা গড়া ভাঙ্গা।
প্রিয় উমা,
সমরেশ মজুমদারের কালবেলা ধারবাহীক উপন্যাস দেশ ভাসিয়েছিল। তখন দেশ পড়েছি। অনেকটাই ভুলেছিলাম। তোমার দেয়া টিকিটে লালীর পাশে বসে গৌতম ঘোষের কালবেলা দেখেছি। সিরিয়ালের বিষয়, তিন ঘন্টার ছবি হলে ভাল লাগার কথা নয়। ভাল অভিনেতারা, ভাল কারিগরী, ভাল দৃশ্য সম্ভার। নন্দন প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু ঠান্ডা মেশিন বন্ধ ছিল। সব মিলিয়ে বলা যায়, বান্ধবী লালীর পাশে বসার সুযোগ পেয়ে বর্তে গেছি। নয়তো ইন্টারভেলে গৌতম বাবু সুযোগ দেছেলেন বেড়িয়ে পড়ার।
পাব্লিক প্লেসের বড় মানষেরা দু একটা অন্তত দামী কথা বলেন। রাজীব গান্ধী বলেছিলেন, সরকারএর এক টাকা খরচ করলে ১৮% অর্থাৎ ১৮পয়সা লক্ষে পৌঁছায়। ডেলিভারি সিস্টেমে বেশ বড় গলদ আজও আছে। আমার জন্মের আগে গান্ধীজী, মনে হয়, বলছিলেন কংগ্রেসের কাজ শেষ এবার নতুন দল বানানো হোক। হয় নি। ফলে ঐতিহ্যময় কংগ্রেস নেহেরু-গান্ধী পরিবার কেন্দ্রীকতায় ভুগছে। এই দেশে মতাদর্শএর বিশ্বাস বিহীন দলগুলি ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক, অগনতান্ত্রীক। বিশ্বাসীদের দলগুলোও অগনতান্ত্রীক। গনতন্ত্রী কিন্তু অবিশ্বাসীদের দল হওয়া কি সম্ভব? দেশে বিদেশে? অথবা গনতন্ত্র অস্বাভাবিক জেনেও গনতান্ত্রীক দল? দল পাকাতে কি লাগে, একটু ভেবে বল। বুদ্ধুরাম জানে না।
হাফ সেঞ্চুরি বূড়ো বুদ্ধুরাম পেছনে তাকিয়ে ভাবে অনিমেষদের সপ্ন ছিল, দৃষ্টিতে সচ্ছতা ছিল না। অনিমেষদের পদক্ষেপের ভুল থেকে শিক্ষা নিয়ে এখন ঐ দলগুলি ছত্তিশগড় থেকে নেপাল যে করিডোর বানিয়েছে তা শ্রী মনমোহন সিং কে ভাবিত করে এবং তিনি তা বলতে দ্বিধা করেন নি। ওদের মোকাবিলায় নতুন রাস্তা না বেরোলে, কনভেন্সানাল রেস্পন্স ভীষন রক্তাক্ত হবে।
কালবেলায় অরাজনৈতিক রোমান্টিক দিকটা আলোচনার বিষয় হতেই পারে, কিন্তু তুমি এই ব্লগ পড় না। তাই তোমার সাক্ষাথের অপেক্ষা করি। টিকিট দিয়ে সিনিমা দেখালে, অনেক অনেক ধন্যবাদ, তুমি আদরনীয়া।
বন্ধু বুধু

No comments:

Blog Archive

About Me