u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Friday, February 06, 2009

ি

কি হয় গুগুল আর্থে? গুগুল ম্যাপ আর আর্থ এদের মধ্যে নিশ্চয় বেশ তফাত আছে। গুগুল ডকে হাত পাকাচ্ছি।গুগুল ডক আর গুগুল ক্রোমে দাঁড়ি নিয়ে ব্যাটাদের কিসের ঝামেলা বুঝি না। গুগুল ক্রোম ব্রাওজারে দাঁড়িগুলো বাক্স হয় যাচ্ছে।বুদ্ধুরাম না হাঁদারাম।
যাকগে ও সব নিয়ে অন্যরা ভাবুক। রোজনামচা ২০-৯ তে বিজ্ঞানমনষ্কতা ঘ এর পর
ঙ) আমির সবজান্তা অহঙ্কার সর্বসময় মনে রাখার বিষয় বিজ্ঞান চিন্তায়। তাহলে দাঁড়াল,
বিজ্ঞানমনস্কতা
ক) মনে অনেক প্রশ্ন-থাকতে হবে। থাকেই; কেবল মাঝে মাঝে তাদের প্রাধান্য দিতে হবে।
খ) বিশ্বাস গুলোকে সনাক্ত করতে হবে সুযোগ মত।
গ) জানাগুলো কেমন করে জানা জানতে হবে সময় খুঁজে।
ঘ) আমিকে বুঝতেও সময় খরচ আছে। ক, খ ও গ প্রতিদিন নতুন আমি এনে দিতে পারে। গতকাল পরশুর সব ভুল আমিকে লজ্জা পেলেও, মুক্ত মনে মেনে নিতে শিখতে হবে।
ঙ) আমির সবজান্তা অহঙ্কার সর্বসময় মনে রাখার বিষয় প্রতিদিনের বিজ্ঞান চিন্তায় ।

অর্থাৎ বিজ্ঞান মনষ্কতায় আমি একটা অতি দরকারি মনে রাখার বিষয় ।

No comments:

Blog Archive

About Me