বিজ্ঞান মনষ্কতা বীক্ষায় পরীক্ষা নিরিক্ষার স্থান আছে, এমন ভাবছে বুধুরাম।কিন্তু সব মানুষের এই গন্ডগোল সহ্য নাও হতে পারে, সাবধান হতে হবে।
তাই নতুন করে সাজালে
বিজ্ঞানমনস্কতা
ক) মনে অনেক প্রশ্ন-থাকতে হবে।থাকেই; কেবল মাঝে মাঝে তাদের প্রাধান্য দিতে হবে।
খ) বিশ্বাস গুলোকে (সুধু মাত্র) সনাক্ত করতে হবে সুযোগ মত।
গ) জানাগুলো কেমন করে জানা জানতে হবে সময় খুঁজে।ভুল পদ্ধতি পরি্বর্তে নতুন করে জানার সময় ও শ্রম দিতে হবে।
ঘ) আমিকে বুঝতেও সময় খরচ আছে। আমির সবজান্তা অহঙ্কার সর্বসময় মনে রাখার বিষয় প্রতিদিনের বিজ্ঞান চিন্তায়।ক, খ ও গ প্রতিদিন নতুন আমি এনে দিতে পারে।গতকাল পরশুর সব ভুল আমিকে লজ্জা পেলেও, মুক্ত মনে প্রকাশ্যে মেনে নিতে শিখতে হবে।
ক, খ, গ এবং ঘ অনেক অভিজ্ঞতার পড় এবং মনে লাগলে,
ঙ) আমিকে মনে রেখে, যথেষ্ঠ সাবধানতা এবং শিক্ষা নিয়ে, বিজ্ঞান মনষ্কতা বীক্ষায় পরীক্ষা নিরিক্ষার স্থান করা যেতে পারে।
No comments:
Post a Comment