কনজুমারেজিম ভোগবাদ।ক্যাপিটালিজম পুঁজিবাদ।বসিরহাটের পড়ে হাস্নাবাদ।ইদিকে গেঁইয়োখালি বা গাদিয়াড়া বা নুরপুর যাবার জায়গা নয়, গিয়ে কদিন থাকার জায়গা।দেখার জায়গা নয়, শহরের লোকের চোখ খুলে থাকার জায়গা।বুক ভরে হাওয়া।কাদায় নেমে নদীতে ডুব, পাড়ে বসে জলের কলকল।কানেকানে কি যে কয়ে যায়।চোখ তুলে একটু সবুজ।শহুরে লোকের যা চাই, হোটেল আছে, ফেলো কড়ি মাখ তেল।সময় আছেতো পকেটে?
নতুন কি দেখলে? পালতোলা নৌকোয় নতুন বরবৌ।হারানো ছবি নতুন করে পাওয়া।দলের এগারো জন দুচোখ ভড়ে দেখেছে।দেবুতো হোটেলে chছেলো, অভিজিৎ যদি ছবি পেয়ে থাকে দেখবে।
No comments:
Post a Comment