u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Monday, March 23, 2009

রোজনামচা ৯-১২-১৪১৫

আমি মিম এবং জিন

আমি আমার প্রীয়, আমি আমাকে জানতে চাই।

আমরা, এক এবং বহু কোষী জীবেরা, বায়ো মাশিন, কাজ করি, যেমন সব মেশিন করে; স্পেশিজের জিন রক্ষার্থে। আমরা মুলতো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, সডিয়াম, পটাসিয়াম ইত্যাদি ইত্যাদি। আমাদের পিষলে নোংড়া জল বেরোবেই। আমাদের শরীর অরগানিক কেমিস্ট্রির জগৎ । ফিজিক্স-কেমিস্ট্রিতো আছেই। এই সব নিয়ে বায়ো।

এই মুহুর্তে আমি রিচার্ড ডকিন্স প্রভাবিত। আমি জীবটা মিম এবং জটিল যন্ত্র, অনেক জটিল যন্ত্রের, সমষ্টি। আবার ছোট যন্ত্ররা যন্ত্রের সমষ্টি। এক কোষি জীবরা ক্ষুদ্রতম যন্ত্র। ভাইরাস ভাইকে দুধভাত। জীবের মৃত্যু আছে এবং তা প্রমান করে জীবনের। নয়তো আমরা রোবট। কন্সিভ এর পড়ে এক কোষ ২,৪,৮,১৬,৩২, সংখ্যা বৃদ্ধি, জানা নেই কত। এগুলি স্টেম সেল মনে হয়। জেনেটিক প্রোগ্রামে নির্দিষ্ট সময় একেকটি স্টেম সেল পালটে যায়, এবং তাদের সংখ্যা বৃদ্ধি, অঙ্গাদি এবং অরগান্স শৃষ্টি হয়। সমস্ত নিউট্রিয়েন্ট মা সাপ্লাই করেন জঠরে এবং জঠরের বাইরে কয়ক মাস। বা মায়ের জিন প্রোগ্রাম সাপ্লাই চেন নির্দিষ্ট করে এবং সন্তানের জিন প্রোগ্রামে তা গ্রহনে ব্যবস্তা। সব জীবের নিউট্রিয়েন্ট গ্রহন করার ব্যবস্থা আছে, এবং বহ্য নিস্ক্রমনের।

No comments:

Blog Archive

About Me