u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Thursday, May 07, 2009

বকবক ২৩-১-১৪১৬

সৃষ্টিশীল আর কর্মবীর একাকার করবেনে বুদ্ধুরাম। দুরকম মানুষ কত কত দরকার বলা মুশকিল।

বুদ্ধুরাম ভুল ব্লগ লেখে। নিজে পড়ে? প্রশ্ন। কেন লেখে? পোষ্টানোর পড়ে শুখ পায় তাই।

বলা বা বকা জীবের ধর্ম। মিমে হস্তান্তরের এক পদ্ধতি মাত্র।

শৌভাগ্য সব মিমে বা জিনি রক্ষা পায় না!

দত্তাত্রেয়া, আমার কণিষ্ঠতমা বান্ধবী চার মাস বয়স এখন মামার বাড়ি গেছে। ও কাছে থাকলে অন্যদের দিকে মন দিতে পারে না বুধু।

ভোটে অনেকে দাঁড়ায়, অনেকের জামানত জব্দ হয়। তার ভোটের পড়েও জামানত জব্দ হবে এমন লোককে বুধু ভোট দিতে চায়। হেরো পার্টিরা হেরোদের ভোট দেবে, কার কি? পার্লামেন্ট, বিধান সভা, মুনিসিপালিটি, পঞ্চায়েতে যাদের জেতানো হয় তারা কি তার ভোটারদের দুঃখ কষ্ট অভাব দৈন্য থেকে জেতানোর চেষ্টা করে? কেন তারা বারবার জিতবে ভোটাররা হারবেন? এবার বুধুতো হারবে তারাও হারবে!

জীব কোষের মৃত্যু অনেকটাই নির্নিত বা প্রোগ্রামড।

পক্ষপাতিত্য কারনে নিজের ভুল দেখতেই পায় না বুধু, ব্লগ ভুলভাল। অন্যদের ভুল দেখতে ভুল করে না। নাকি করে?

No comments:

Blog Archive

About Me