আমি বা আমার ব্রেন আজন্ম সাজানো এমন ভাবে যাতে মিষ্ট আহার্য়্য, অপর লিঙ্গ মানুষ, শিশু মুখ ইত্যাদি আমাকে একেক রকম উত্তেজিত করে।
চাকুরে বিজ্ঞানী সম্প্রদায় বিজ্ঞানমনস্ক না হতে পারেন, ঐতিহাসিক বা ভাষাবিদ বা গনিতজ্ঞ বা সাধারন মানুষের হতে বাধা নেই।
বিজ্ঞানমনস্কতায় বিজ্ঞান আর মন আছে। প্রথমটা প্রাচীন সংস্কৃত শব্দ, আধুনিক বাংলাতে পরীক্ষা নিরীক্ষা থিয়োরি হাইপথেসিস ইত্যাদি বোঝায়। মন স্নায়ুর ব্যপার। স্নায়ু্র শরীর অবস্থান। কোটি জীবিত কোষ এক শরীরএর অংশ। মস্তিষ্ক ম্যাপিং চলছে। রোজ কিছু ঘণিষ্ঠ ছবি পাওয়া যাচ্ছে। একেক পাড়ার বিশষত্ব পরিলক্ষিত হচ্ছে। আবার একেক কার্যে অংশ গ্রহন কারী এলাকা গুলি চিহ্নিত করা হচ্ছে।
প্রত্যেকটি সেল বায়ো ফ্যাক্টেরি!
No comments:
Post a Comment