সত্য না বলা ভালো?
বান্ধবীর বাড়ীর দরজা থেকে ফিরে এলাম। বাড়ী ঢোকার আগে পকেট ফোনে জেনে গেলাম তিনি ঠাকুর ঘরে পুতুল খেলায় ব্যপ্ত আছেন ও থাকবেন আরো আধ ঘন্টা। হটাৎ হতাশ হবার যথেষ্ট কারন দেখি না। গত তিরিশ বছর আমি অপেক্ষায় আছি কবে মোহমুক্তি ঘটবে।
‘সাচ কা সামনা’ টিভি রিয়ালিটি শো, পার্লামেন্ট মাতিয়ে দেছে। দেশোদ্ধার করার পরে টিভি দেখার পান সময়? যাক, সাচ কতটা সাচ্চা, এমত ভাবনা বুধুর। এইরিলির প্রেডিক্টেবল ইরেসানিলিটি সবে শেষ হল। তাই ভাবনাটা বোধ হয় চাগাঢ় দিল।
ধর্ম একটা বড়ো ব্যবসা। আফিমের ব্যবসার থেকেও বড়। টিভি প্রোগ্রামের ব্যবসা বাচ্চা। ভাটীখানার ব্যবসাও ধম্মের ব্যবসার থেকে ছোট মনে হয়ে। মানুষের প্রয়োজন আছে তাই ব্যবসা চলে। ব্যবসা চললে অনেকে করে খায়, পার্লামেন্টারিয়ানরাও। পার্লামেন্টের ঘনিষ্টতম ব্যবসা পার্টিবাজী। পার্লামেন্ট দখলের জন্য তাই সবাই পার্টিবাজী ব্যবসা করেন প্রকাশ্য বা অপ্রতক্ষ্য। পার্টিবাজীর সঙ্গে নীতিনিষ্ঠার সম্পর্ক নেই বুধু বোঝেন। কোল্কাতায় জলের ব্যবসা ছোট ছিল। এখন বোতলে ভড়া ভয়/পানীয় জলের বড় ব্যবসা।
মানুষের ভয় অনেক ব্যবসার কারন। হাসপাতাল, কবচ, তাবিজ, স্কুল-কোচিন ইত্যাদি ব্যবসা অনেকটায় সুধুই মানুষের ভয়কে ব্যভার করে।
No comments:
Post a Comment