প্রঃ সিনেমা দেখিতে ইচ্ছে তো দেখেন না কেন? হলে না বাড়ীতে? কেমন সিনেমা, দেখেই ভোলার নাকি দেখে ভাবায়? বিশেষ নায়ক-নায়িকার নাকি বিশষ পরিচালকের? দেখা সিনেমা নাকি না দেখা?
বই পেয়েই ঘোঁত ঘোঁত করে শেষ করে ফেলেন নাকি খামচে খুমচে চেখেমেখে পড়েন?
উঃ সিনেমাটাকে চেখেমেখে দেখা গেলে বেশ হয়।
প্রঃ অনেক গুলো সিনেমা তো কিছুটা দেখা রয় গেছে, আবার দেখবেন?
উঃ বাড়িয়ে বলা অভ্যাস আপনার, কয়কটা মাত্র। সুযোগ হলে কুরোশওয়ার ছবি রসোমন আবার দেখবো।
প্রঃ বাইসাইকল থিফ দেখেননি তাই না?
উঃ সিনেমাতে নতুন ঢেউ সুত্রপাত মনে হয় ঐ সিনামাতে। তেমন সিনিমা বোদ্ধা হলে নিশ্চয় দেখতাম। অনেক বই খামচে পড়ার পরে আর চেখেমেখে পড়া হয় না।
প্রঃ ‘খামচে খুমচে চেখেমেখে’ পড়েছেন বা দেখেছেন এমন সিনামা বা বই নাম দেবেন?
উঃ ‘দি সেলফিস জিন’ খুব মাখামাখি চলছে, যদিও এখন হাতের কাছে নেই।
No comments:
Post a Comment