u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Saturday, April 11, 2009

রোজনামচা ২৮-১২-১৪১৫

আমিতে অনেক আমরা আছেন। খালি আজেবাজে কল্পনা।

অনেক জীবীত কোষ এবং আশ্রীত ক্ষুদ্র প্রানী (এক ও বহু কোষী) সমন্বয় আমি, আমরা বললে অত্যুক্তি হয় না। তবু বলি আমি এক অলস ব্যক্তি। চিৎ পটাং হয় দিবা সপ্নে বান্ধবী সঙ্গ শুখ কামী। পড়ে থাকা শরীর অর্থাৎ আমরা কিন্তু চুপ করে নেই। বহু কোষী হার্ট যন্ত্রটা রক্ত ঠেলে যাচ্ছে লাংসে আর সমস্ত শরীরে। বহু কোষী লাংস রক্তে অক্সিজেন ভড়ে কার্বনডাই অক্সাইড বের করে দিচ্ছে। আর বান্ধবী আমার মনে ঘোরা ফেরা করছেন তিনি এলেন কোথা যান কোথা? মস্তিষ্ক এক বহুকোষী বহু বিভাগ জটিল যন্ত্র। মন মস্তিষ্ক বুঝতে কগনিটিভ সায়েন্স নামক মাল্টিডিসিপ্লিন পঠন পাঠন চালু আছে কয়কটি বিশ্ববিদ্যালয়ে। আমি বহল ব্যবহৃত শব্দটি অনেক কম্পিউটার সংযুক্ত শ্নায়ু সমষ্টি নিজেকে নির্দিষ্ট করে, কথাটা বুদ্ধুরামের, এত ভুলভাল আর কে লেখে!

নদীর স্বাধীনতা খর্ব করার চেষ্টা খুব খরচের এবং কুফলা। নদীর পাড় ভাঙ্গা রুখতে পাড় বাঁধাই এর টাকাটা জমি বাড়ি হারা লোকেদের দিলে কাজেরকাজ হয়। শ্যাজার ৩১ মার্চের পোষ্ট পড়ে।

No comments:

Blog Archive

About Me