u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. এখানের ভুলভাল মিম থেকে সাবধান

khelakhela

khelakhela

Saturday, August 29, 2009

বকবক ১২-৫-১৪১৬

জবা আর নয়নতারা দুরকম ফুলেরই এখন অনেক রং। অল্প ফুলের রং সবুজ। নতুন জ্ঞান ‘সবুজ’ ফার্সি শব্দ। ইরানিরা আসার আগে আমরা বাঙ্গালীরা এই সবুজ দেশে রং-টা কি বলতাম? যাকগে বান্ধবী এসেমেস করলেন এসব নয় তাঁর চাঁপা, জুঁই, রজনীগন্ধা নয়তো গন্ধরাজ। সুগন্ধ ভরপুর। ফুলের বাগানে তাঁর সাথে কি দারুন। বুধুর কোন আইডি নেই, সুধু সপ্নেই । রং দিনে আর তাঁর গন্ধ আঁধারে। যে গন্ধ পায় না তাঁকে পাবে না আঁধারে। রং কানা তেনাকে পাবে না আলোতে। হায় আমার কি হবে?

No comments:

Blog Archive

About Me